বিজয় দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্কে চিত্র প্রদর্শনী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৬ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম নিউ ইয়র্ক’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 08:27 AM
Updated : 13 Dec 2019, 08:27 AM

শনিবার বিকেলে নিউ ইয়র্কের নোঙর গ্যালারিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী রথীন্দ্রনাথ রায় এ প্রদর্শনী উদ্বোধন করবেন বলে জানান আয়োজকরা।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী সাধারণ দর্শকের জন্য খোলা থাকবে।

ফোরামের সদ্য প্রয়াত উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত শিল্পী কালিদাস কর্মকারকে উৎসর্গ করা এ প্রদর্শনীতে আর্টিস্ট ফোরামের সব সদস্যের একটি করে মুক্তিযুদ্ধ বিষয়ক শিল্পকর্ম থাকবে। প্রদর্শনীটির কিউরেটর শিল্পী মোহাম্মেদ হাসান রোকন এবং আয়োজন সহযোগীতায় শিল্পী জাহেদ শরীফ ও নোঙর গ্যালারি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!