‘নিউ ইয়র্ক বাংলা বইমেলা’র আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ

মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আহমেদকে ২০২০ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘২৯ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা’র আহ্বায়ক নির্বাচিত করেছে নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 01:11 PM
Updated : 24 Nov 2019, 01:11 PM

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর অব মেডিসিন হিসেবে দায়িত্ব পালনরত জিয়াউদ্দিন প্রবাসে একাধিক সাংস্কৃতিক ও পেশাদারী সংগঠনের সঙ্গে যুক্ত। গত তিন বছর ধরে তিনি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।  

২৯ তম বইমেলার মূল প্রতিপাদ্য হবে ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী’। এই উপলক্ষে  বঙ্গবন্ধু বিষয়ে প্রবাসী লেখকদের ভাবনা-সমৃদ্ধ একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর মে অথবা জুন মাসে এ মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!