সিডনিতে শুরু হচ্ছে বাংলা সংস্কৃতি উৎসব

অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হতে যাচ্ছে ‘বাংলা সংস্কৃতি উৎসব’।

মো. ইয়াকুব আলী, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 09:33 AM
Updated : 24 Oct 2019, 09:34 AM

আগামী ২ নভেম্বর দিনব্যাপী সিডনির ওয়াইলি পার্ক এম্ফি থিয়েটারে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছেন প্রবাসীরা।

উৎসব আয়োজনে রয়েছে প্রবাসী পত্রিকা ‘প্রভাত ফেরী ও প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘কবিতা বিকেল’।
আয়োজকরা জানান, উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে গান, নাচ, কবিতা আবৃত্তি, লোকনাটক, বহুভাষী কবিদের সাহিত্য সম্মিলনী, আলোকচিত্র শিল্পী জে. এম. বি. আকাশের ছবির হাট, গুণীজন সংবর্ধনা ও সঙ্গীতশিল্পী মৌসুমী ভৌমিকের গান।

সব আয়োজনেই প্রবাসীরা বিনামূল্যে অংশ নিতে পারবেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!