যুক্তরাষ্ট্রে প্রবাসী চট্টগ্রামবাসীর সভা

চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা ও চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে সভা করেছেন প্রবাসী চট্টগ্রামবাসী।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 05:10 AM
Updated : 4 Oct 2019, 05:10 AM

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সফরে আসা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিন আহমেদের সঙ্গে এ সভায় মতবিনিময় করেন তারা।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘প্রবাসী চট্টলাবাসীর’ ব্যানারে এ সভায় সভাপতিত্ব করেন হাসান ওয়ারিশ এবং সভা পরিচালনা করেন খোরশেদ খন্দকার।

মোসলেহউদ্দিন আহমেদ বলেন, “সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রামের উন্নয়ন ঘটছে। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বেশকিছু দৃশ্যমান হয়েছে। শিঘ্র আরো দেখা যাবে। তাই চট্টগ্রাম পিছিয়ে রয়েছে বলে ঢালাও অভিযোগের কোন কারণ নেই।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন, সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক উপদেষ্টা মো. হাবিব, সমিতির আজীবন সদস্য নবী হোসেন, সাবেক উপদেষ্টা মো. নাজিরউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজিমউদ্দিন, ‘কর্ণফুলি ট্র্যাভেল্স’ এর মো. সেলিম হারুন, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি কামাল হোসেন মিঠু, আওয়ামী লীগ নেতা হেলাল মাহমুদ ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!