সিঙ্গাপুরে দক্ষিণ এশিয়ার চিত্রকর্ম প্রদর্শনী

দক্ষিণও দক্ষিণ-পূর্ব এশিয়ার চিত্রশিল্পীদের নিয়ে সিঙ্গাপুরে শুরু হয়েছে চিত্রকর্ম প্রদর্শনী।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2019, 06:28 AM
Updated : 25 Sept 2019, 06:28 AM

সিঙ্গাপুরে চিত্রশালা ‘আর্ট হাউজ’-এ দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে স্থানীয় সংগঠক ‘আর্ট পোডিয়াম’।

মঙ্গলবার সিঙ্গাপুর বাংলাদেশ হাই কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও ভারতের হাই কমিশনার জাবেদ আশরাফ।

উন্মুক্ত প্রদর্শনীতে ঊনবিংশ শতকের অবিভক্ত বাংলার শিল্পীদের দুষ্প্রাপ্য চিত্রকর্মের প্রদর্শন ছিল চিত্রবোদ্ধাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মনিরুল ইসলামসহ আরও কয়েকজন চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে শিল্পচর্চার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বর্তমানে দেশে মননশীল শিল্পবিকাশের ‘চমৎকার পরিবেশ’ রয়েছে বলে উপস্থিত দর্শকদের জানান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!