যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সভা ‘কেমন সিলেট চাই’

যুক্তরাষ্ট্রে ‘কেমন সিলেট চাই’ বিষয়ে আলোচনা সভা করেছেন সেখানে বসবাসরত সিলেটের প্রবাসীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 06:47 AM
Updated : 22 Sept 2019, 06:47 AM

শনিবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ইফজাল চৌধুরী ও মিজান চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম।

অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিবি বলেন, “সিলেটের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারি উন্নয়ন ঘটবে এমন কাজও শুরু হয়েছে। এছাড়া সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য এলাকার নির্বাচিত প্রতিনিধিরাও সচেষ্ট রয়েছেন।”

সভায় আরও বক্তব্য দেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাবউদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ব্যাংক কর্মকর্তা আহমেদ আল কবীর, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘পিপল এন টেকের’ কার্যনির্বাহী আবু হানিপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, গৌছ খান ও ফকু চৌধুরী ।