মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী সংগঠনের সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 08:05 AM
Updated : 10 Sept 2019, 08:05 AM

সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বিবিএইচ রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সহ সভাপতি ও ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি শিক্ষার্থী জিনাত এ তাবাসসুমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইব্রাহীম হক চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসাআন মালয়েশিয়ার অধ্যাপক মো. মামুন বিন ইবনে রিয়াজ ও মাহাসা ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার।

আবুল বাশার বলেন, “বিদেশে যারা পড়ালেখা করে তারা নিজেরাই নিজেদের অভিভাবক। এখানে মা-বাবা নেই। তাই  নিজের পড়ালেখার প্রতি নিজেদেরই খেয়াল রাখতে হয়।”

বাংলাদেশের সুনাম বাড়ায় এমন কাজ করার পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন করার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক মামুন ইবনে রিয়াজ বলেন, “শিক্ষার্থীদের প্রথম কাজ পড়ালেখা। যা-ই করো, পড়ালেখা যেন সঠিক পথে থাকে। এরপর স্যোশাল ওয়ার্ক ও সোশাল নেটওয়ার্কের দরকার আছে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উল্লাহ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাজু বিশ্বাস, সহ সভাপতি সাহকাইনুর রহমান রানা, এন্থনি ক্লিনটন গোমেজ ও নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!