স্পেনে নারায়ণগঞ্জ জেলাবাসীর বনভোজন

প্রবাসীদের মধ্যে ঐক্য বাড়াতে স্পেনে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর ঢাকা নারায়নগঞ্জ জেলা কমিটি’ স্পেনের বার্ষিক বনভোজন।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2019, 06:10 AM
Updated : 26 July 2019, 06:10 AM

বুধবার স্পেনের লা পানেরা সেগোভিয়া ও অর্ক দে সেগোভিয়ায় এটি অনুষ্ঠিত হয়।

এস এম আসলাম ও তরিক হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া।

প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা আবু বক্কর সিদ্দিক মামুন, বিশেষ অতিথি ছিলেন হোসাইন মুকুল।

বনভোজনে যোগ দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ সভাপতি আল আমীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, যুগ্ম সম্পাদক মুর্শেদ আলম তাহের ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ বিল্লাহ।

বনভোজনে আরও অংশ নেন কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, মোজাম্মেল হক মনু, ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন, আব্দুল কায়ুম মাসুক ও ইসমাইল হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!