ইতালিতে বৈশাখী মেলা

ইতালিতে প্রতি বছরের মতো এবারও বৈশাখী মেলা উদযাপন করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 05:07 AM
Updated : 16 July 2019, 05:08 AM

সোমবার দেশটির রাজধানী রোমের ভিয়া দি চেন্তচেল্লেতে এ মেলার আয়োজন করে প্রবাসীদের সঙ্গঠন ‘বাংলাদেশ সমিতি ইতালি’।

মেলার দায়িত্বে ছিল জাতীয় বৈশাখী মেলা উদযাপন পরিষদ, বৃহত্তর ঢাকা সমিতি, বাংলাদেশ বাঙ্কার ব্যবসায়ী সমিতি, বাঙ্কার সমিতি রোম ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, তুলনা নারী সংস্থা ও ইতালি বাংলা প্রেস ক্লাব।

মেলা পরিচালনা করেন আমিনুল ইসলাম, মকবুল হোসেন ও শারমিন জাহানারা সুবর্ণা। এতে ইতালিয় সংসদ সদস্য ও রোম পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

নাচে গানে ভরপুর ছিল বৈশাখী মেলার এ আয়োজন। মেলায় ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে ফ্যাশন হাউজ, টেলিকমিউনিকেশন ও খাবার স্টলগুলোর দিকে ছিল ক্রেতাদের নজর। 

মেলায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তাহেরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, বাবু বাঙাল, মনিকে ইসলাম, জাহাঙ্গীর আলম, হিরা মনি, বাংলাদেশ থেকে আসা সাবরিনা হক, সোহেল ও রাসেল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!