আটলান্টায় শুরু হচ্ছে ৩৩তম বাংলাদেশ সম্মেলন

‘সুন্দর আগামীর প্রত্যাশায়’ এ স্লোগান নিয়ে ৩৩তম উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বের শহর আটলান্টায়।

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 03:42 AM
Updated : 1 July 2019, 03:42 AM

আগামী ২৭ ও ২৮ জুলাই দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের এ শহরে দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্মেলনের আয়োজক সভাপতি আবু লিয়াকত হুসেন জানান, সম্মেলনে বিশেষ অতিথির তালিকায় আছেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার, সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল ও সাবেক জাতীয় পরিচয়পত্র পরিচালক মোহাম্মদ শাহ্‌ আলম।

সম্মেলনের আহ্বায়ক উত্তম দে ও সদস্য সচিব শহিদুল ইসলাম ঠান্ডু জানান, বিভিন্ন সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন শিল্পী নোবেল, অবন্তী, সিস পিয়া, কোনাল, পিন্টু ঘোষ, কালা মিয়া, এস আই সুমন, শারমিন সিরাজ, তৃষা, লাবনী। নতুন প্রজন্মের অংশগ্রহণে পরিবেশিত হবে প্রেমস্টুডিও গ্রুপ ও রিজওয়ানা রুমুর পরিচালিত নৃত্য দলের নৃত্য ও গীতি আলেখ্য।

সম্মেলনের প্রধান সমন্বয়ক মোহন জাব্বার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “সম্মেলনকে সার্বিক দিক থেকে সফল করে তুলতে দায়িত্বপ্রাপ্ত সব কমিটিগুলোর প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আশা করছি এবারের সম্মেলন প্রবাসীদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।”

আয়োজক সংগঠনের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- প্রধান উপদেষ্টা সদরুল আমিন ও উপদেষ্টা আব্দুল আজাদ কয়েস, সুপর্ণ দে, ওমর ফারুক, বেলায়েত হোসেন, মোজাম্মেল হক, আওয়াল ডি খান, পরিমল, সালেহ উদ্দিন বাদল, শাকুর মিন্টু, আজাদ চৌধুরী, নাসিম, মাসুদ খান, দীপঙ্কর দে, আল হারুন আল রশিদ, ইফতেফার আহম্মেদ কামরান, প্রদীপ দেবনাথ, বিশ্বনাথ সরকার, চন্দ্রশেখর দত্ত ও বাদল রায়।

এছাড়া দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রধান কনসালট্যান্ট সাদেক হোসেন, কনসালট্যান্ট মাহমুদ রহমান, সমন্বয়ক শেখ জামাল, অনুষ্ঠানমালা পরিচালক ভাস্কর চন্দ, প্রধান অর্থ পরিচালক সাগর চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস হাসান, প্রধান পৃষ্ঠপোষক তারেক হাসান, যুগ্ম আহ্বায়ক নেহাল মাহমুদ, সৈয়দ মুরাদ, মোশাররফ হোসেন ও মিন্টু চৌধুরী।

সম্মেলনের অন্যান্য দায়িত্বে রয়েছেন এনামুল হক, সাদি আহম্মেদ, রাশেদ চৌধুরী,মনোজ দে, আনোয়ারুল আজম, রতন দাস, ভাস্কর চন্দ, জাহিদুল চৌধুরী, সেলিনা শেখ, মারুফ ভূঁইয়া, রিয়াদ হোসেন, সাজেদুর রহমান সাজু, শামীম বাসার, পায়েল, সিরওয়ান আহমেদ, সাজাহান সাজু, রাসেল খান, কাজী মিয়া, আবু কাশেম নোবেল, মাহবুব আলম সাগর, মোরশেদ, কিউ জামান, সৈয়দ কামরান, সাদমান সুমন, মিজানুর রহমান মন্ডল, সম্রাট, আবুল হাশেম, হাসান মিজান রহমান, নাহিদ,মিলি খান, লাবনী পারভীন, তোফায়েল আহমেদ অপু, আরিফ হোসেন, আবু নাসের মিলন, সরফু চৌধুরী, মুনমুন দাস, পাপিয়া দেবনাথ, জান্নাতুল ফেরদৌস রুমা, মুক্তা দাস মুনমুন, আরিফ, বন্দনা চৌধুরী, নাজ চৌধুরী, শামীমা আক্তার, মিলা জাকারিয়া, মৌসুমী হাই, বিশু চৌধুরী, ইয়ার মাহমুদ, কাকলী বিশ্বাস, মোহাম্মদ সায়েম, লিয়ন বিশ্বাস, সিরাজুল ইসলাম সিজু, আফরোজা বেগম, রীতা দত্ত, সংগীতা চক্রবর্তী, আক্তারুন্নেসা, লাভলী, বন্দনা চৌধুরী, আরিফুর রহমান, মোহাম্মদ সোহেল ও নাবিদ মাসুদ ওরাফি মাতাব্বর।

এবছরের উত্তর আমেরিকা বাংলাদেশ কনভেনশন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্লোরিডা নিবাসী কুদরত-ই-খুদা ও নির্বাহী সম্পাদক আটলান্টার মোহন জাব্বার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!