নিউ ইয়র্কে শ্রমিক দলের সভায় আন্দোলনের জন্যে ঐক্যের আহ্বান

নিউইয়র্ক স্টেট জাতীয়তাবাদী শ্রমিক দলের কাউন্সিল অধিবেশনে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্যকালে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 01:08 PM
Updated : 13 June 2019, 01:08 PM

এসময় দেশ এবং প্রবাসে একইসময়ে দুর্বার আন্দোলন রচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শ্রমিক দলের এই কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় তিনি বলেন, “বিএনপির ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্তরা এই নিউ ইয়র্কেও রয়েছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রমিক দলের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া।

প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। তিনি ক্ষোভের সাথে বলেন, “এই প্রবাসেও সাংগঠনিক বিরোধ জিইয়ে রেখে মহলবিশেষ ফায়দা লোটার চেষ্টা করছে।”

স্টেট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এম আলমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন।

সময়ের প্রয়োজনে এই প্রবাসেও সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান বক্তারা।

‘যারা বিভেদ রচনা করবে, তারাই চিহ্নিত হবেন সরকারের এজেন্ট হিসেবে’- এমন মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।

আলোচনায় আরও অংশ নেন দেওয়ান কাওসার, হুমায়ূন কবীর এবং শরিফ চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!