সিউলে বাংলাদেশ দূতাবাসে চলচ্চিত্র উৎসব

দক্ষিণ কোরিয়ার সিউলে ‘দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 06:43 AM
Updated : 8 June 2019, 09:11 AM

দক্ষিণ কোরিয়ার জনগণের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চলমান ‘সাংস্কৃতিক কূটনীতির’ অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছের বলে জানান রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

চলতি মাসের ১১ থেকে ১৩ জুন তিনদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কিম কিসন ও ইয়ংসান কাউন্টির মেয়র জাং-হিয়ুন সুং এর। উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম।

এতে বাংলাদেশের চারটি চলচ্চিত্র- ‘দেবী’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘ইতি তোমারই ঢাকা’ এবং ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রদর্শিত হবে। কোরিয়ার দর্শকদের সুবিধার্থে চলচ্চিত্রগুলোতে কোরিয় কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কোরিয় ভাষায় সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!