সিঙ্গাপুরে শিপইয়ার্ডে বাংলাদেশি শ্রমিক নিহত

সিঙ্গাপুরে একটি জাহাজ নির্মাণ কারখানায় ফর্ক লিফটের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 08:32 AM
Updated : 28 May 2019, 08:32 AM

তার নাম জিল্লুর রহমান (৩০)।

রোববার সন্ধ্যায় দেশটির এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ।

সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১ বেনই রোডে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজ করছিলেন জিল্লুর রহমান। এসময় অপর একজন ভারতীয় শ্রমিক পাশেই একটি ফর্ক লিফট দিয়ে মালামাল বহন করছিলেন। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লিফট স্লিপওয়েতে ঢুকে পড়ে এবং জিল্লুর রহমানকে আঘাত করে।

আহত জিল্লুরকে স্থানীয় এনজি টেংফং জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় ও সিঙ্গাপুর পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ড প্রাঙ্গণে সব কাজ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় শ্রমিক রাজেন্দ্রকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।