দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ: বনমন্ত্রী

দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 06:59 AM
Updated : 22 March 2019, 06:59 AM

বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে সেখানে স্বাগত জানান।

মন্ত্রী বলেন, “প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরো বেশি করে বিনিয়োগের জন্য কাজ করছেন।”

কনসাল জেনারেল সাদিয়া ফয়জনুননেসা মন্ত্রীকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। মন্ত্রী অপেক্ষমান কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং কয়েকজন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট দেন।

এসময় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!