যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতির নতুন কমিটি

মো. আবু মুসাকে সভাপতি ও মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠন ‘কুষ্টিয়া জেলা সমিতি’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2019, 05:10 AM
Updated : 12 March 2019, 05:10 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক সভা থেকে ২০১৯-২০২০ সালের জন্য এ কমিটির ঘোষণা আসে।

সংগঠনের বিদায়ী সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুসা, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. রাশেদুল  আলম, মো. রফিক আহম্মেদ মিলু, নাজমুল আহসান দুলাল, মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জগলুল হক শাহীন, সমাজকল্যাণ সম্পাদক মো. মন্জুর কাদের, অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ সভাপতি আনোয়ারা মন্জু, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া অন্তরা, আদিত্য শাহীন, লাইলা খালেদা, প্রচার সম্পাদক মুন্সী সাজেদুর রহমান টেন্টু, সহ ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান বিশ্বাস, মো. সাইদুর রহমান, মো. জিয়াউর রহমান, মো. মিজানুর রহমান ও আশিক ইকবাল৷

নতুন কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. রাশেদুল আলম, সহ সভাপতি মো. মমিন বিশ্বাস, মো. সাইদুর রহমান, মোছা. রওশন পারভিন, মোছা. আনোয়ারা হক মন্জু এবং মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলম মুন্না এবং মো. আশরাফুল আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জগলুল হক শাহীন, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সহ কোষাধ্যক্ষ নাজমুল আহসান, সাংগঠনিক সম্পাদক আদিত্য শাহীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুন্সী সাজেদুর রহমান টেন্টু, মহিলা সম্পাদক আম্বিয়া অন্তরা, সাহিত্য সম্পাদক লাইলা খালেদা, দপ্তর সম্পাদক আশিক ইকবাল, প্রচার সম্পাদক আশিক রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  মো. নুরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মো. মন্জুর কাদের, আপ্যায়ন সম্পাদক মামুন রশিদ সরোজ।

কার্যকরী সদস্যরা হলেন মো. গিয়াস উদ্দিন, এ কে এম খোকন, মো. মিজানুর রহমান, মো. জহুরুল ইসলাম, মো. জিল্লুর রহমান জুয়েল, আব্দুল আলিম, মো. মফিজুল ইসলাম শুভ, মো. বুলবুল আহম্মেদ, মো. সাকিম উদ্দিন, মো. জিয়াউর রহমান বাবু, মো. হাসান আলী, মো. রফিকুল ইসলাম ও মো. হুমায়ুন কবির।

সভায় গঠিত উপদেষ্টা পরিষদের প্রধান হয়েছেন মো. মাহাবুব জোয়ার্দার, উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন মোহাম্মদ আসাদুল্লাহ, মুন্সী মোর্তুজা আলী, নাজমুল আহসান দুলাল, আব্দুল খালেক, মো. ইমদাদুল হক, মো. আলতাফ হোসেন, মো. রফিক আহম্মেদ মিলু, মো. মাহবুবুল আলম চাঁদ, মো. আব্দুল আলিম হানিফ, মো. খন্দকার আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. নাসিম আহম্মেদ, মো. মাসুদুল আলম লিপু, মো. মাফিউল আলম, আব্দুর রহমান ও মো. সাজিজুল  ইসলাম সুজন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!