যুক্তরাষ্ট্রে শ্বশুর-শাশুড়িকে নির্যাতনে বাংলাদেশি নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 04:25 PM
Updated : 3 Feb 2019, 04:26 PM

স্থানীয় সম্প্রচারমাধ্যম ফক্স থার্টিফাইভ অরল্যান্ডো বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, উম্মে ফেরদৌসি (৩৮) নামের ওই নারী শ্বশুর-শাশুড়িকে খাবার খেতে দেননি। খাবার নিতে গেলে ছুরি নিয়ে আক্রমণ করেছেন।

তার বিরুদ্ধে প্রবীণ ব্যক্তির ওপর গুরুতর নির্যাতন, ৬৫ বছরের মানুষের ওপর ছুরি নিয়ে আক্রমণের অভিযোগ এনেছে মেলবোর্ন পুলিশ ডিপার্টমেন্ট।

ফ্লোরিডার অরল্যান্ডোর কাছে একটি শহর মেলবোর্ন।

পুলিশ বলছে, ওই গৃহবধূ বিভিন্ন সময় শ্বশুর-শাশুড়িকে না খাইয়ে রেখেছেন, যাতে অপুষ্টির কারণে তাদের চিকিৎসা নিতে হয়েছে।

“শাশুড়িকে খাবার ও পানি ভিক্ষা করতে বলে তিনি ভয়ানক কষ্ট দিয়েছেন।”

বাংলাদেশে থাকলে তাদের এমনটাই করতে হত বলে শাশুড়িকে বলেছিলেন ওই নারী।

খাবার নিতে গেলে ওই গৃহবধূ তার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করেন বলেও পুলিশের কাছে অভিযোগ করেছেন শাশুড়ি।

মেলবোর্নের একজন পুলিশ কর্মকর্তা ওই বৃদ্ধার হাতে জখমের চিহ্ন দেখেছেন বলে ফক্স থার্টিফাইভের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই গৃহবধূকে কারাগারে পাঠানো হয়েছে বলে মেলবোর্ন পুলিশ জানিয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!