দক্ষিণ কোরিয়ায় ইপিএস কর্মীদের সেমিনার

দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের নিবন্ধিত (ইপিএস) প্রায় দুইশ বাংলাদেশি শ্রমিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 08:32 AM
Updated : 28 Jan 2019, 08:32 AM

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী সিউলের ইনছন এইচআরডি হলঘরে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস ও ইনছন সাপোর্ট সেন্টার।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ইপিএস কর্মীদের বিষয়ে বক্তব্য দেন।

রাষ্ট্রদূতের বক্তব্যর পর ‘হ্যাপি রিটার্ন প্রোগ্রাম’ সংক্রান্ত ‘এইচআরডি কোরিয়া’ তাদের উপস্থাপনা তুলে ধরেন।

এরপর ‘ইপিএস কর্মীদের করণীয় ও বর্জনীয়’ সংক্রান্ত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন দূতাবাসের প্রথম শ্রম সচিব মকিমা বেগম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!