নিউ ইয়র্কে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মিসবাহর জয়

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৫৭টি শ্রমিক ইউনিয়ন নিয়ে গঠিত ‘ডিস্ট্রিক্ট (ডিসি)-৩৭’ এর টানা ষষ্ঠবারের মতো কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2019, 03:39 AM
Updated : 25 Jan 2019, 03:39 AM

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ১ লাখ ২৬ হাজার ভোটারের এ নির্বাচনে তিনি জয়ী হয়েছেন ৯৩ হাজার ৩৩২ ভোট পেয়ে, তার নিকটম প্রতিদ্বন্দ্বি মিশেল ফেডার পেয়েছেন ১৬ হাজার ১৮৮ ভোট।

এ পদে অপর দু’প্রার্থী মারিয়া রোডরিগুয়েজ ৪ হাজার ৭৬২ ভোট এবং লিন্ডা গনকেলভেস ১ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।

নোয়াখালীর সন্তান মিসবাহ উদ্দিন জয়ী হবার পর বলেন, “অতীতের মতো প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করবো, কেউ আমাকে ভোট দিয়েছে কিনা, আমাকে সমর্থন করেছেন কিনা এটা মূখ্য ব্যাপার নয়। আমি সবার প্রতিনিধি হিসেবে আমার সম্ভাব্য সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাফ মিসবাহ উদ্দিনসহ বিজয়ীরা শপথ নিচ্ছেন

শ্রমিক নেতা লিলিয়ান রবার্টস তার শ্রম আন্দোলনে ৬০ বছর পূর্তিতে ২০০৪ সালে অবসরে যাওয়ার পর মিসবাহ উদ্দিন প্রথম এ পদে নির্বাচিত হন। ‘ডিসি-৩৭’ ইউনিয়নে সোয়া লাখ ভোটার ছাড়াও রয়েছেন ভোটাধিকারহীন ৬০ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সদস্য। এসব সদস্যের ৫০০ মিলিয়ন ডলারের বেনিফিট পরিচালনা করেন ডিসি-৩৭ এর কোষাধ্যক্ষ।

১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বলস্টেট ইউনিভার্সিটিতে ‘গ্রাজুয়েট টিচিং’ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন মাফ মিসবাহ উদ্দিন। এর আগে ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ মাস্টার্স করেন তিনি।

এছাড়া তিনি দক্ষিণ এশিয় অভিবাসীদের সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল) এর প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!