লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশের বিজয় উৎসব

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ‘লিটল বাংলাদেশে’ ৪৮তম বিজয় দিবস পালন করেছেন প্রবাসীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 07:38 AM
Updated : 18 Dec 2018, 07:59 AM

স্থানীয় সময় রোববার সকালে লিটল বাংলাদেশের মুক্তি চত্বরে দিনটি উপলক্ষে উৎসবের আয়োজন করেন কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু।

বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা।

তারপর মুক্তিযোদ্ধাদের নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

উৎসব আয়োজনে সহযোগিতা করেন কাজী মশহুরুল হুদা, শফিউল আলম ফেন্ড বাবু, মো. শামীম হোসেন, নাজমুল চৌধুরী, সৈয়দ এম হোসেন বাবু ও লস্কর আল মামুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!