নোরা শরীফ স্মরণে লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির সভা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বন্ধু নোরা শরীফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য’।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 03:57 AM
Updated : 4 Dec 2018, 04:07 AM

রোববার যুক্তরাজ্যের লন্ডনে এতে আয়োজক সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের নবনিযুক্ত হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সহকারী হাই কমিশনার জুলকার নাইন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরী । 

জামাল খান বলেন, “ব্যারিস্টার নোরা শরীফ জন্মসূত্রে ছিলেন আইরিশ, জন্ম আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। স্বাধীনতা সংগ্রামের বন্ধু হিসেবে নোরা শরীফ ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ সম্মাননা পেয়েছেন। ১৯৭২ থেকে ৭৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক হিসেবে স্বাধীন বাংলাদেশে নোরা শরীফ তিন বছর কাটিয়েছেন। বাঙালিদের সঙ্গে তিনি বাংলাতেই কথা বলতেন। বাসায় ও বাইরের প্রায় সব অনুষ্ঠানে শাড়ি পরতেন তিনি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ৭০ বছর বয়সে নোরা মারা যান।”

গাফফার চৌধুরী বলেন, “নোরা শরীফ আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবি পাঠাতে সাহায্য করেছিলেন, যুদ্ধাপরাধী বিচারের দাবিতে বিপুল কাজ করেছেন এবং যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের অন্যতম উদ্যোক্তা তিনি।”

সাঈদা মুনা তাসনিম লন্ডনে নোরা শরীফকে নিয়ে একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম নোরা শরীফ সম্পর্কে জানতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুলতান মাহমুদ শরীফ ও নোরা শরীফ দম্পতির দুই মেয়ে রাজিয়া ও ফউজিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া, সোরাব আলী, শাহ শামিম, আসম মিসবা, সায়েদ আহমেদ সাদ, হুসনা মাতিন, আঞ্জু মান আরা আঞ্জু,  খালেদা কোরেশী, সাজিয়া স্নিগ্ধা, আলতাফুর রহমান মুজাহিদ, খলিল কাজি, আনসার আহমেদ উল্লাহ, লোকমান হোসেন, লুতফুর রহমান সায়েদ, ইকবাল হোসেন, এনামুল হক এনাম, শাহ বেলাল, রুবি হক, আব্দুল বাসির, মাশুদুল হক রুহুল, কাজি হুসেন, বাবুল হোসেন, ফয়জুর রহমান, বাবুল খান, আমিনুল হক জিলু, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মাহমুদ আলী, ফয়সল আহমেদ, কামরুল ইসলাম, সজিব ভুঁইয়া, গোলাব আলী, জুবায়ের আহমেদ, মনিরুল ইসলাম মঞ্জু, ঊর্মি মাজহার,বাংলা টিভির সামাদুল হক, মজিবুল হক মনি, মজুমদার আলী, কবি নজরুল, এহসান, ফারুক আহমেদ, শাহিন আকতার, নাজমা হুসাইন, নাসিমা রহিম, শাহিন নাহার, সালমা আকতার, রোজি, শাহনাজ সুমি, মিতা কামড়ান, মুনিরা মলি, মিফাতুল নূর, মাহমুদা মনি, পুষ্পিতা, জোসনা, জানিফার ও স্মৃতি আজাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!