সিডনিতে বৈশাখী মেলার পরিকল্পনায় সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়ার সিডনিতে বৈশাখী মেলার পরিকল্পনায় সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ সিডনি’।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 04:21 AM
Updated : 28 Nov 2018, 04:21 AM

স্থানীয় সময় রোবার দুপুরে সিডনির ওয়ালি পার্কের গ্রামীণ চটপটি রেস্টুরেন্টে এতে বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহাজাদা।

তিনি জানান, আগামী ৬ এপ্রিল সিডনির ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। 

শাহাজাদা বলেন, “এবারের মেলায় প্রচুর দর্শক সমাগম, তাদের সার্বিক সুযোগ-সুবিধা ও পার্কিং এর কথা বিবেচনা করে উন্মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে লোকজ ঐতিহ্যের আমেজ পেতে এখন থেকেই পর্যাপ্ত চেষ্টা করে যাচ্ছে মেলা কমিটি।”

এবারের মেলায় থাকছে দেশীয় সব খাবার, শাড়ি-কাপড়, জুয়েলারি ও বইপত্রসহ স্বদেশী সব কৃষ্টি ও সংস্কৃতির সমাহার। শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রাইড ও আতশবাজি।

মেলার দিনটি শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় প্রচুর প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করছেন মেলা কর্তৃপক্ষ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!