গ্রেনেড মামলার রায়ে আপিলের দাবি যুক্তরাষ্ট্রে

গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানিয়েছে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 09:04 AM
Updated : 15 Oct 2018, 09:05 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক সভা থেকে ‘তারেক রহমানের ফাঁসি’ দাবি করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

আয়োজক সংগঠনের সদস্য সচিব আব্দুর রহমান মামুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মোর্শেদা জামান।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

বক্তব্য দিচ্ছেন সিদ্দিকুর রহমান

তিনি বলেন, “গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড হিসেবে তারেকের ফাঁসির বিকল্প নেই। তাকে ফাঁসিতে ঝোলানো হলেই বাংলাদেশের মানুষ স্বস্তি পাবেন।”

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে তিনি বলেন, “ষড়যন্ত্রকারি আর ঘাতকরা ফ্রন্ট গঠন করেছে পাকিস্তানি স্টাইলে। আগের মতো সামনের নির্বাচনেও বাংলার উন্নয়নপ্রত্যাশী মানুষেরা শেখ হাসিনার নেতৃত্বাধীন নৌকার পক্ষেই গণরায় দেবেন।”  

সভায় আরও বক্তব্য দেন মাহমুদ ফরিদ, এমাদউদ্দিন ও আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!