রিয়াদ ও জেদ্দায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সৌদি আরবে আলাদাভাবে ‘উন্নয়ন মেলা-১৮’ আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও কনস্যুলেট জেনারেল জেদ্দা।

মো. শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 11:53 AM
Updated : 6 Oct 2018, 11:53 AM

স্থানীয় সময় শুক্রবার বিকেলে রিয়াদে বাংলাদেশ দূতাবাস চত্বরে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

রাষ্ট্রদূতের স্ত্রী সৈয়দা গুলে আরজু নারীর ক্ষমতায়ন বিষয়ক স্টলের উদ্বোধন করেন।

মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো- প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া, প্রবাসীকল্যাণ কার্ডসহ বিভিন্ন কনস্যুলার সেবা, সোনালী ব্যংকের সেবা, বাংলাদেশি কমিউনিটির দুটি স্কুলের স্টলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় প্রদর্শনী, বাংলাদেশ বিমানের প্রদর্শিত উন্নয়ন চিত্র, রচনা ও অঙ্কন প্রতিযোগিতা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটিকা পরিবেশন করে ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’।

অন্যদিকে জেদ্দায় মেলার শুরুতে সূচনা বক্তব্য দেন কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন।

কনসাল জেনারেলের স্ত্রী বেগম সাবরিনা নাহরিন মেলার ‘ফুড কর্নার’ উদ্বোধন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!