ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক হলেন জামিলা

বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা উদ্দিনকে নিউ ইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 05:16 AM
Updated : 14 July 2018, 06:11 AM

সোমবার নিউ ইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক পার্টির নির্বাহী পরিচালক জিয়োফ বারমেন এ নিয়োগ দিয়েছেন।

এই প্রথম কোন বাংলাদেশিকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। জামিলার জন্ম নিউ ইয়র্কে। মা মাজেদা এ উদ্দিনও ডেমোক্র্যাটিক পার্টির সক্রিয় সংগঠক। বাবা মাফ মিসবাহ উদ্দিন শ্রমিক ইউনিয়ন নেতা, সারা আমেরিকায় কর্মরত দক্ষিণ-এশিয়ানদের সমন্বয়ে গঠন করেছেন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ তথা আসাল।

২০১২ সালে বারাক ওবামার পুননির্বাচনী ক্যাম্পেইন টিমে নিউ ইয়র্ক অঞ্চলের ইয়ুথ টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন জামিলা। এরপর কংগ্রেসওম্যান কেরলিন মেলনির ক্যাম্পেইন টিমের ফিল্ড ডাইরেক্টর ছিলেন ২৮ বছর বয়েসী জামিলা।

জন জে ক্রিমিনাল জাস্টিস স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর ব্রুকলিন কলেজ থেকে আরবান প্ল্যানিংয়ে মাস্টার্স করেছেন জামিলা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!