সৌদিতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু

সৌদি আরবের হাইল জেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ আনিসুর রহমান বাবুলকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 01:19 PM
Updated : 19 April 2018, 01:19 PM

এক দিন আগের এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাত বাংলাদেশির মৃত্যু হল।

বুধবার ভোররাতে রিয়াদ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে হাইল জেলার হোলাইফা শহরের এক বাসায় ওই অগ্নিকাণ্ড হয়। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় ছয় বাংলাদেশির লাশ।

ওই বাসার আরেক বাসিন্দা আনিসুর রহমানকে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয় হাইলের কিং খালিদ হাসপাতালের আইসিইউতে।

বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে তার বড় ভাই আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

আনিসের গ্রামের বাড়ি ফেনি জেলার গাংরা গ্রামে, তার বাবার নাম খলিলুর রহমান।

নিহত বাকি ছয়জন হলেন- বসন্তপুর গ্রামের আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২); চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০), ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫) এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের দুই ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)।

হাইল থেকে প্রবাসী বাংলাদেশি আজিজ উল্লাহ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতজন বাংলাদেশি ওই বাসায় ভাড়া থেকে শহরে চাকরি করতেন। মঙ্গলবার রাতে রান্না ও খাওয়া শেষে একই ঘরে তারা ঘুমিয়ে পড়েন।

“কেউ একজন রুমের বারান্দায় সিগারেট খেয়ে ফেলে দেয়। ওই আগুন বিদ্যুতের তারে লেগে পুরো রুমে ছড়িয়ে পড়ে।”

এর আগে গত সপ্তাহেও সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!