লন্ডন প্রবাসীদের পাকিস্তান দূতাবাস ঘেরাও

একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্যে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ক্ষমা প্রার্থনাসহ বেশ কয়েকটি দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান দূতাবাস ঘেরাও করেছে প্রবাসী বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 05:43 AM
Updated : 24 March 2018, 05:43 AM

বৃহস্পতিবার লন্ডনে সাউথ-ওয়েস্ট লন্ডনের ৩৪/৩৫ লোনডেস স্কয়ারে পাকিস্তান দূতাবাসের সামনে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ যুক্তরাজ্য, একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি ইউকে, গণজাগরণ মঞ্চ ইউকে, ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ হিউম্যান রাইট কাউন্সিল ইউকে ও বিশ্ববাংলার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজয়ন্তা দেব ও আনিছুর রহমান আনিছের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বেশ কয়েকটি দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার জন্যে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার পাশাপশি বাংলার ন্যায্য হিস্যা ফেরত, ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিচারের জন্যে বাংলাদেশের কাছে হস্তান্তর, বাংলাদেশে থাকা পাঁচ লক্ষ পাকিস্তানী নাগরিককে ফিরিয়ে নেওয়া, তৎকালীন পাকিস্তানের অংশে থাকা বাংলাদেশের ন্যায্য হিস্যা ফেরত, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ ও নির্যাতিত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া, বেলুচিস্থানে হত্যা নির্যাতন বন্ধের দাবি, সেই সাথে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জঙ্গিসংগঠনগুলো বন্ধের দাবি জানানো হয়।

সাংবাদিক মতিয়ার চৌধুরী ও অজন্তা দেবরায়ের নেতৃত্বে পাকিস্তান হাই কমিশন বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন পাকিস্তান হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি আসিফ খান ও ঈয়াকুব রাজা। 

কর্মসূচিতে বক্তব্য দেন যুক্তরাজ্য বাসদের আহ্বায়ক গয়াছুর রহমান গয়াছ, বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আলিমুজ্জামান, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সেক্রেটারি হাজী আব্দুল হান্নান, নিঝুম মজুমদার, উদীচী যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশিদ, শাহ এনাম, মশুদ আহমদ, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বাতিরুল হক সরদার, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, মিফতা ইসলাম, জাসদের রেদওয়ান খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের  রাহেলা শেখ ও যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আনজুমান আরা অঞ্জু।

এছাড়া বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সিনথিয়া আরেফিন, কামরুল হাসান তোষার, মজুমদার মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক, সিলেট সরকারী কলেজের সাবেক এজিএস শেখ আশরাফূজ্জামান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সৈয়দ গোলাব আলী, ঘাতক-দালাল নির্মুল কমিটির সদস্য সায়েক আহমদ, সাবেক ছাত্র নেতা মাহবুবর রহমান খোকন ও নিউহ্যাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!