মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস।

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 04:10 AM
Updated : 19 March 2018, 06:36 AM

স্থানীয় সময় শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে দিনটি উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ও ঐতিহাসিক ছবির সচিত্র প্রতিবেদন দেখানো হয়। ৫ থেকে ১০ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ বিষয়ক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মালে অবস্থিত আসারি মালাম (সি-বিল্ডিং)-এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনান দূতাবাসের শ্রম ও কল্যাণ উইং-এর প্রথম সচিব (শ্রম) টি.কে.এম.মোশফেকুর রহমান ও দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মাদ হারুন-অর-রশীদ।

এরপর বঙ্গবন্ধুর জীবনের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়। এরপর শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেরকে পুরস্কার দেন রাষ্ট্রদূত আখতার হাবীব।

সবশেষে স্থানীয় ‘নীল দরিয়া শিল্পীগোষ্ঠী’ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!