সিউলে বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চের অনুষ্ঠান

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্তি উদযাপন করেছে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাস।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়ার সিউল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2018, 10:04 AM
Updated : 13 March 2018, 10:04 AM

স্থানীয় সময় রোববার বিকেলে সিউলে দূতাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের  নবনিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

তিনি বলেন, “বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির ফলে এ ভাষণ এখন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

আরও বক্তব্য দেন দূতাবাসের কাউন্সেলর মাসুদ রানা চৌধুরী, হেড অব চ্যান্সারি ও প্রথম সচিব রুহুল আমিন ও প্রথম শ্রম সচিব জাহিদুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ এবং ৭ মার্চের ভাষণের প্রামাণ্যচিত্র দেখানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!