ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার তৈরির দাবি প্রবাসীদের

ভাষা আন্দোলনের শহিদ স্মরণে ফ্রান্সে স্থায়ী শহীদ মিনার তৈরির দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 05:24 AM
Updated : 23 Feb 2018, 03:38 PM

স্থানীয় সময় বুধবার বিকেলে প্যারিসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ‘সম্মিলিত একুশ উদযাপন ফ্রান্স’ আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানিয়ে এতে বাংলাদেশ দূতাবাস ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

এর আগে প্যারিসের রিপাবলিক চত্বরে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বাংলাদেশিরা।

প্রথম শ্রদ্ধাঞ্জলি দেন বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার।

শহীদ মিনার প্রাঙ্গনে শতাধিক বাংলাদেশি সংগঠনের প্রবাসীদের কণ্ঠে একুশের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর নিজ নিজ সংগঠনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মৌনমিছিল করে শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- সম্মিলিত একুশ উদযাপন পরিষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স আওয়ামী লীগ, ফ্রান্স বিএনপি, জাতীয় পার্টি ফ্রান্স, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন (ইপিবিএ), সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, বরিশাল বিভাগীয় কমিউনিটি, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, মৌলভীবাজার জেলা যুব সমিতি, চাঁদপুর জেলা সমাজকল্যাণ সমিতি, উত্তরবঙ্গ সমাজকল্যাণ সমিতি, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন, যুবলীগ ফ্রান্স, যুবদল ফ্রান্স, সর্বইউরোপিয়ান যুবদল, নাগরিক মুক্তি পরিষদ, ছাত্রলীগ ফ্রান্স, বাংলা স্কুল, বিয়ানিবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস, গোপালগঞ্জ জেলা সমিতি, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্যারিস বাংলা প্রেস ক্লাব, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, সারগাম, ফসে আভেক রাব্বানী, বিসিএফ, ফেঞ্চুগঞ্জ অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন, ওসমানীনগর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন, দক্ষিণ সুরমা ফ্রেন্ডস ক্লাব, ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ, সুনামগঞ্জ সদর সমাজ কল্যাণ সংগঠন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স, ইপিএস বাংলা, রাজনগর সমাজকল্যাণ সংস্থা, সিলেট সদর, গোয়াইনঘাট জনকল্যাণ পরিষদ, ছাতক দোয়ারা অ্যাসোসিয়েশন, সচেতন সিলেটবাসী, এমসি কলেজ সাবেক ছাত্র পরিষদ, ফ্রান্স অনলাইন সংলাপ পাঠকমেলা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, নোয়াখালী মানবকল্যাণ পরিষদ, অ্যাসোসিয়েশন সাই পারি, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, ইউরোপিয়ান জম্মু ইন্ডিজিনাস কাউন্সিল, ইউরোবাংলা টেলিভিশন ও বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স।

পরে অনুষ্ঠানে আসা অতিথি ও শিল্পীরা সমবেতকণ্ঠে ভাষার গান, একুশের কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় অংশ নেন। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!