সিডনিতে সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পী তাহসান

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়েছেন কণ্ঠশিল্পী তাহসান খান।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 08:50 AM
Updated : 19 Feb 2018, 08:50 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রবাসী তরুণদের সংগঠন ‘মেড-ইন-বাংলাদেশ’ সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সায়েন্স থিয়েটারে এ কনসার্টের আয়োজন করে।

এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মিনার ও কৌতুক পরিবেশন করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। প্রবাসী বাংলাদেশিদের পারিপার্শ্বিক ও দৈনন্দিন জীবনভিত্তিক বিষয় নিয়ে কৌতুক পরিবেশন করেন নাভিদ মাহবুব।

আয়োজক সংগঠন মেড-ইন-বাংলাদেশ জানায়, টিকিট বিক্রি ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে সংগৃহীত অর্থের একটি অংশ তারা অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলে দান করবেন। তারা আগামীতেও এ ধরনের মানসম্পন্ন অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!