খালেদার মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির কর্মসূচি ঘোষণা

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের পর বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 05:28 AM
Updated : 19 Feb 2018, 05:28 AM

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি কারাগারে রয়েছেন।

তার মুক্তির মুক্তির দাবিতে আগামী ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির ঘোষণা এলো।

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে বিএনপির এক প্রস্তুতি সমাবেশে ঘোষিত কর্মসূচির জন্য কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে বলে জানান সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

এদিকে ৫ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির অনুমোদন না পাওয়ায় কয়েক খণ্ডে বিভক্ত নেতা-কর্মীরা দলীয় চেয়ারপারসনের মুক্তির প্রশ্নে ঐক্যবদ্ধ হবেন আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রস্তুতি সমাবেশে আরও বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলায়মান ভূইয়া, শরাফত হোসেন বাবু, আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, মিল্টন ভূইয়া, ফিরোজ আহমেদ, হেলালউদ্দিন, মুজিব মজুমদার, পারভেজ সাজ্জাদ, সোহরাব হোসেন, হাবিবুর রহমান সেলিম রেজা, মার্শাল মুরাদ, আহবাব চৌধুরী খোকন, সাইদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, জাতীয়তাবাদী ফোরামের নেতা এ কে এম রফিকুল ইসলাম ডালিম, পলাশ ও রুহুল আমিন নাসির।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!