নিউইয়র্কে শিবরাত্রি উদযাপন

অন্ধকার আর অজ্ঞতা দূর করার প্রত্যয় নিয়ে মহা শিবরাত্রি উদযাপন করেছেন নিউ ইয়র্ক অঞ্চলের হিন্দুরা।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 06:27 PM
Updated : 16 Feb 2018, 06:27 PM

ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায় স্থানীয় সময় ১৪ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে পূজা-অর্চনা করেন।

জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির, ওডসাইডের সত্যনারায়ণ মন্দির, দিব্যধাম সেবাশ্রম মন্দির, ওজন পার্কের শ্রীহরি মন্দিরসহ জ্যামাইকা ও ব্রঙ্কসের বিভিন্ন মন্দিরে হয়েছে নাম সংকীর্তন ও শিববন্দনা।

নিউ ইয়র্কের ওম শক্তি মন্দিরের পুরোহিত প্রভাষ চক্রবর্তী বলেন, শিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার-অনুষ্ঠান। এ রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়। মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে উদযাপন করা হয়।

“অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই দিনটিতে ব্রত পালন করেন হিন্দুরা। পুরাণ অনুসারে, এ রাতে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের তাণ্ডবনৃত্য করেন শিব। এ রাতেই লিঙ্গরূপে প্রকাশিত হয়ে শিব সব পাপনাশ ও মুক্তির পথ দেখান।”