ফ্লোরিডায় স্কুলে হতাহতদের মধ্যে বাংলাদেশি নেই

১৪ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রাওয়ার কাউন্টির পার্কলেনের হাই স্কুলে নির্বিচার গুলিবর্ষণে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 03:17 AM
Updated : 15 Feb 2018, 03:17 AM

স্থানীয় পুলিশের উদ্ধুতি দিয়ে ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী সভাপতি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ওই এলাকায় বাংলাদেশিদের বসতি নেই। মূলত শ্বেতাঙ্গরাই বাস করে এবং ঘাতক হিসেবে গ্রেপ্তার ১৮ বছর বয়সী নিকোলাস ক্রুজও শ্বেতাঙ্গ।”

নিকোলাস ওই হাই স্কুলের ছাত্র ছিলেন এবং বাজে আচরণের কারণে বহিষ্কৃত হন।

বুধবার নিকোলাস একটি রাইফেল নিয়ে স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালে ১৭ জন নিহত হন, আহত হন ডজন খানেক। নিহতদের ১২ জনই স্কুল ছাত্র।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!