ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস অনুষ্ঠিত

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।  

বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 06:12 AM
Updated : 17 Dec 2017, 06:12 AM

স্থানীয় সময় শনিবার দূতাবাসের এ আয়োজনে সভাপতিত্ব করেন এম.এ.মুহিত।

দূতাবাসের হেড অব চ্যান্সেরি শাকিল শাহরিয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেয় ডেনমার্ক আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব জামান আলিম, মাহবুবুর রহমান, চিত্রকর রুহুল আমিন কাজল, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ও অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, আব্দুল আল জাহিদ, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাটসহ অন্যান্য কমিউনিটি নেতারা।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!