মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের বিজয় দিবস পালন

মালায়শিয়ায় প্রবাসী শ্রমিকদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার নতুন সেনা (কেএল)’-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

জোটন দাস, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 05:51 AM
Updated : 16 Dec 2017, 05:51 AM

স্থানীয় সময় শুক্রবার রাতে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন কারখানায় কর্মরত প্রবাসী শ্রমিকরা। পরে মুক্তিযুদ্ধে শহিদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

মো.জাবেদ কায়ছারের সভাপতিত্বে শ্রমিকদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আলোচনায় অংশ নেন সংগঠনটির অন্যতম সংগঠক সাব্বির ইসলাম ও জোটন দাস।

জাবেদ কায়ছার তার সমাপনী বক্তব্যে বলেন, “আমি ১৯৯২ সালে টংঙ্গী সরকারি কলেজ থেকে ডিগ্রী পাস করে মালয়েশিয়ায় আজ এতোগুলো দিন কাটিয়েছি, কখনও শ্রমিকদের জন্য এত সুন্দর দেশপ্রেমমূলক অনুষ্ঠান দেখিনি। আমি এ সংগঠনটিকে ধন্যবাদ জানাই। কথা দিচ্ছি তাদের শ্রমিক উন্নয়নমূলক যেকোনো কাজে পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব।”

সবশেষে দেশিয় ভোজে অংশ নেন উপস্থিত শ্রমিকরা।

মালয়েশিয়ায় শ্রমিকদের যেকোনো সমস্যা স্বেচ্ছাসেবী এ সংগঠনকে জানাতে পারেন ফেইসবুকে

www.facebook.com/bdnewsenakl

মেইলও করতে পারেন এই ঠিকানায়

bdnewsenakl@yahoo.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!