স্কটিশ ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশি প্রতিষ্ঠান ‘এলরেক’

স্কটল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘স্কটিশ ডাইভার্সিটি অ্যাওয়ার্ডস ২০১৭’ পেয়েছে বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 09:11 AM
Updated : 13 Dec 2017, 10:39 AM

‘থার্ড সেক্টর অর্গানাইজেশন অব দ্যা ইয়ার’ বিভাগে এ সম্মাননা পায় সমানাধিকার ও বৈষম্য নিরোধে কাজ করা বাংলাদেশিদের সংস্থা ‘এডিনবরা অ্যান্ড লোদিয়ান রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিল’ (এলরেক)।

সোমবার স্থানীয় সময় রাতে যুক্তরাজ্যের গ্লাসগো ক্রাউন প্লাজা হোটেলে ‘ক্রিয়েটিভ ওশিয়ানিক ইভেন্ট গ্রুপ’ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা নেন এলরেকের প্রধান ফয়ছল চৌধুরী এবং কর্মকর্তা মিজান রহমান।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ফয়ছল চৌধুরী বলেন, “এডিনবরা ও লোদিয়ান এলাকায় সমানাধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য নিরোধে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এলরেক’। বৈষম্য রোধে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে এ ধরনের অ্যাওয়ার্ড প্রেরণা যোগাবে।”

আতা ইয়াকুব ও রুপা মুকার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান ইউনুস।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ২৮টি সম্মাননা দেওয়া হয়। প্রতি বিভাগে দশটি মনোনয়নের মধ্য থেকে  বিজয়ী ঘোষণা করা হয়।

অন্যান্য বিভাগে যারা সম্মাননা পেলো: চ্যারিটি অব দ্যা ইয়ার- প্রিন্সেস অ্যান্ড প্রিন্সেস অব ওয়েলস হসপাইস (গ্লাসগো), ইউনিভার্সিটি অব দ্যা ইয়ার- ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব স্কটল্যান্ড (পেইসলি), কলেজ অব দ্যা ইয়ার- গ্লাসগো ক্লাইড কলেজ, বডি অব দ্যা ইয়ার- স্পোর্টস স্কটল্যান্ড (গ্লাসগো), ডাইভার্সিটি ইনিশিয়েটিভ ইন ল অ্যাওয়ার্ড- পিনসেন্ট মেসন (গ্লাসগো), এমপ্লয়ার অব দ্যা ইয়ার- ফার্স্ট গ্রুপ (গ্লাসগো), এসএমই বিজনেস অব দ্যা ইয়ার - মটরভেইট থেরাপি (পার্থ), এমপাওয়ামেন্ট চ্যাম্পিয়ান অ্যাওয়ার্ড ২০১৭- ফরেস্ট্রি কমিশন স্কটল্যান্ড (হ্যামিল্টন), ইনক্লুশন বিসনেজ চ্যাম্পিয়ান অব দ্যা ইয়ার- এডিনবরা চেম্বার অব কমার্স, কমিউনিটি গ্রুপ অব দ্যা ইয়ার- উইমেন সেন্টার (গ্লাসগো), ডাইভার্সিটি ইভেন্ট অব দ্যা ইয়ার- এডিনবরা মেলা, অর্গানাইজেশন অব দ্যা ইয়ার- ক্রিকেট স্কটল্যান্ড (এডিনবরা), কাউন্সিল অব দ্যা ইয়ার- রেনফ্রিশায়ার কাউন্সিল (পেইসলি), ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি অব দ্যা ইয়ার- ম্যাজরি স্ট্রাখান, রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড (গ্লাসগো), ওয়ার্ক লাইফ ব্যালান্স অর্গানাইজেশন অব দ্যা ইয়ার- গোল্ডেন জুবিলি কনফারেন্স হোটেল (ক্লাইডব্যাংক), ইনভেস্টিং ইন টুমরো’স ওয়ার্কফোর্স- ল সোসাইটি স্কটল্যান্ড, পজিটিভ অ্যাকশন ইন ইকুয়ালিটি অ্যাওয়ার্ড- পুলিশ স্কটল্যান্ড, ইকুয়ালিটি স্কিল ক্রিয়েটর অব দ্যা ইয়ার - স্কটিশ প্রিজন সার্ভিস (এডিনবরা), স্টার্ট অব দ্যা ইকুয়ালিটি জার্নি অ্যাওয়ার্ড- হাউস অব ফ্রেজার (গ্লাসগো), ইকুয়ালিটি অ্যাডভোকেট অব দ্যা ইয়ার স্কট পেনওক, ওয়ালেস হাই স্কুল স্টার্লিং, ডাইভার্সিটি চ্যাম্পিয়ন অব দ্যা ইয়ার- ডেভিড ম্যাসিংহাম, স্কাই ব্লু (গ্লাসগো) এবং ইকুয়ালিটি চ্যাম্পিয়ন অব দ্যা ইয়ার- ক্রিস্টেন রুমেরি, ওমেন ইকুয়ালিটি পার্টি (স্টালিং)।

অনুষ্ঠানে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ওয়েল ফাউন্ডেশন’ তাদের তহবিল সংগ্রহ করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!