দোষী হলে আকায়েদের দৃষ্টান্তমূলক শাস্তি চান প্রবাসীরা

নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ততম রাস্তায় নিজের দেহে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানোর পর আহতাবস্থায় গ্রেপ্তার আকায়েদ উল্লাহ তদন্তে দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 06:36 AM
Updated : 12 Dec 2017, 06:36 AM

নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সকালে নিজ হাতে তৈরি ওই আত্মঘাতি বিস্ফোরণে আহত হয়ে পুলিশের হাতে আটকের পর আকায়েদ উল্লাহর বিস্তারিত পরিচয় জানা যায়।

এর পরিপ্রেক্ষিতে বিকালেই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত তিন শতাধিক বাংলাদেশি অফিসারের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এক সংবাদ সম্মেলন করে।     

জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বাপার প্রেসিডেন্ট লেফটেনেন্ট শামসুল হক বলেন, “সকল ধর্ম, বর্ণ এবং জাতিগোষ্ঠির মধ্যেই কিছু বাজে লোক রয়েছে। সেজন্যে ওই সম্প্রদায়ের সবাইকে ‘দুষ্ট’ হিসেবে মনে করার কোনও কারণ থাকতে পারে না। তাই সকলে যেন সতর্কতার সাথে স্বাভাবিক জীবন-যাপন অব্যাহত রাখেন।”

বাপা এর সাধারণ হুমায়ূন কবীর বলেন, “আকায়েদ উল্লাহ দোষ করে থাকলে নিশ্চয়ই তার কঠোর শাস্তি হবে প্রচলিত আইন অনুযায়ী। আকায়েদের মতো বাজে লোকদের সম্পর্কে কোনও তথ্য থাকলে সাথে সাথে যেন কাছের পুলিশ স্টেশন অথবা সিটির হটলাইনে জানানো হয়।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের সভাপতি কামাল আহমেদ বলেন, “এমন আচরণে লিপ্ত কোনও ব্যক্তি আমাদের সমর্থন কখনো পাবে না। আমরা সব সময় ওদের প্রত্যাখান করেছি। আকায়েদের বিরুদ্ধে তদন্ত চলছে, সে যদি সত্যিকার অর্থেই অপরাধী হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা সকলেই।”

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে জড়িতরা আকায়েদের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কোনওভাবেই পুরো বাংলাদেশি কমিউনিটিকে দায়ী মনে করছেন না।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পার্লামেন্টের সদস্য ডেভিড ওয়েপ্রিন বলেন, “আকায়েদের সন্ত্রাসী কর্মের দায় জাতিগতভাবে বাংলাদেশিরা কখনওই নিতে পারে না। সন্ত্রাসীর কোনও জাত, ধর্ম বা গোষ্ঠী পরিচয় নেই। ওরা সন্ত্রাসী, মানবতা ও সভ্যতার শত্রু।”

কুইন্স ডিস্ট্রিক পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী বলেছেন, “আকায়েদ উল্লাহ এর প্রতি সংঘবদ্ধভাবে ঘৃণা দেখাতে হবে। ওরা বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করতে পারে না। ওরা মানবতার দুশমন হিসেবে চিহ্নিত হয়েই থাকবে।”

সংবাদ সম্মেলনে নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইশরাত সামী, মাজেদা এ উদ্দিন, রুহুল আমিন সিদ্দিক, ময়নুল ইসলাম, তারেক হাসান খান, আব্দুর রহিম হওলাদার, আব্দুল হাই জিয়া, কামাল ভূঁইয়া, সিটি মেয়রের প্রতিনিধি সারা সাঈদ এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ প্রমুখ।

এ ধরণের সন্ত্রাসী কাজের প্রেক্ষিতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে কম্যুনিটি লিডার কাজী আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকায়েদ উল্লাহর আচরণের পরিপেক্ষিতে কেউ যদি কোন বাংলাদেশির সাথে অশোভন আচরণ কিংবা কোন গাল-মন্দ করে তাহলে সাথে সাথে যেন হট লাইনে ফোন করে জানানো হয়। পুলিশের হটলাইন : ১-৮০০-৬৯২-৭২৩৩।”

ক্ষোভ ও শাস্তির দাবি

আকায়েদের আচরণে ক্ষোভ প্রকাশ এবং প্রচলিত আইনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।

অ্যালায়েন্স অব সাউথ-এশিয়ান আমেরিকান লেবার (এসাল) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ, মার্কিন আইটি সেক্টরে চাকরির উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সারা আমেরিকায় বিশেষভাবে জনপ্রিয়তা অর্জনকারী ‘পিপুলএনটেক’ এর নির্বাহী প্রধান প্রকৌশলী আবুবকর হানিফ, শিকাগোতে বাংলাদেশের অনারারি কন্সাল জেনারেল মনির চৌধুরী, মানবাধিকার কর্মী ও আইনজীবী অশোক কর্মকার, শ্রমিক অধিকার আন্দোলনের নেতা পার্থ ব্যানার্জি, ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক ও মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল, ফোবানার নির্বাহী চেয়ারম্যান আতিকুর রহমান, যুগ্ম মহাসচিব জাকারিয়া চৌধুরী, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও নির্মাণ ব্যবসায়ী দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারি রেজাউল বারি এবং যুগ্ম সম্পাদক ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের মিয়া, মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মোর্শেদা জামান, কম্যুনিটি লিডার ও ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা ও ডেমোক্র্যাট ওসমান চৌধুরীসহ অনেকেই আলাদা আলাদাভাবে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!