‘সঙ্কটের স্থায়ী সমাধানই মানবপাচার থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে পারে’

মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানের মাধ্যমেই তাদের মানবপাচারের শিকার হওয়ার হাত থেকে রক্ষা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 02:48 PM
Updated : 23 Nov 2017, 05:21 PM

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সংঘাতময় পরিস্থিতিতে মানবপাচার’ বিষয়ক এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “মিয়ানমার সংকটের স্থায়ী সমাধানই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানব পাচারের সম্ভাব্য শিকার হওয়া থেকে রক্ষা করতে পারে।” 

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্মভেদী নির্যাতনের কাহিনী, হত্যা ও শোষণ, ডিঙ্গি নৌকায় ভেসে সমুদ্র পাড়ি দিতে গিয়ে শত শত প্রাণহানির ঘটনাসহ ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “এসব ঘটনা মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর অপরাধ সংঘটনের ক্ষেত্রকে অবারিত করেছে।”

মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর প্রতি তীক্ষ্ম নজরদারী বজায় রাখতে বাংলাদেশের সীমান্ত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা নিয়েছে বলে রাষ্ট্রদূত তার বক্তৃতায় উল্লেখ করেন।

২১ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ আলোচনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ, ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ইউরি ফেডোটভ, জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার মারিয়া গ্রাজিয়া জিয়ামমারিনারো এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার ইসমাইল চেরগুই অংশ নেন।

তারা সকলে ‘সংঘাতময় পরিস্থিতিতে মানব পাচার’ বিষয়টিকে এ সময়ের সবচেয়ে বড় মানবাধিকার সঙ্কট বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মাসুদ ‘সংঘাতময় পরিস্থিতিতে মানব পাচার’ -এর বিরুদ্ধে জাতিসংঘের সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে সহযোগী সব সদস্যরাষ্ট্রের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।