রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস পালন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 10:33 AM
Updated : 22 Nov 2017, 10:33 AM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদের আল তাওইক ডিপ্লেমেটিক সেন্টারে দূতাবাসের অর্থ সচিব আবুল হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

সভার শুরুতে বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- গাজী মোহাম্মদ আল শেখ, দূতাবাসের এটাচি মো. শাহ্‌আলম চৌধুরী, দূতাবাস কার্যালয় প্রধান মো. ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম সচিব সারোয়ার আলম, মোস্তফা জামান খান, আলতাফ আলম, সচিব কাজী নুরুল ইসলাম, প্রেস দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলাম, শ্রম দ্বিতীয় সচিব মো. শফিকুল ইসলাম, দূতাবাসের সোনালী ব্যাংক শাখার এজিএম মো. আবদুল অহাবসহ বিভিন্ন দেশের প্রশাসনের কর্মকর্তা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতা-কর্মীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!