আরব আমিরাতে প্রবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা

সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরাহতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সম্পন্ন হয়েছে।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 12:48 PM
Updated : 16 Oct 2017, 01:16 PM

শুক্রবার ফুজেইরাহ থুমবেই হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সমিতি ফুজেইরাহ’।

বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে এ ক্যাম্পের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুবাই কনস্যুলেটের প্রথম শ্রম সচিব এ কে এম মিজানুর রহমান, আয়োজক সংগঠনের সভাপতি রানা জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী, থুমবেই হাসপাতালের পরিচালক ওসামা ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মাদ ফায়সাল পারভেজ।

স্বাস্থ্য সেবার মধ্যে ছিলো- কার্ডিওলজি, ডেন্টাল, গাইনোকোলজি ও অর্থপেডিক্স চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং ছোটখাট সার্জারি ইত্যাদি।

সংযুক্ত আরব আমিরাতের দিব্বা, বিদিয়া, খোরফাক্কান মোরাব্বা, কালবা, মাসাফি, গোরফা, ফুজেইরাহ বাজার ও আলহিলসহ বিভিন্ন শ্রমিক শিবির থেকে আসা নারী-পুরুষ-শিশুরা এতে স্বাস্থ্য সেবার সুযোগ নেন।

এ উপলক্ষে ‘বাংলাদেশ সমিতি ফুজেইরাহ’ এর সদস্যপদ পাওয়াদের ৩০% কম মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেয় থুমবেই হাসপাতাল।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!