পর্তুগাল আওয়ামী লীগ একাংশের সভা

পর্তুগাল আওয়ামী লীগ একাংশের নেতা-কর্মীরা ঈদ পুনর্মিলনী ও  আলোচনা সভা করেছেন।

রনি মোহাম্মদ, পর্তুগাল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 08:26 AM
Updated : 14 July 2017, 08:26 AM

স্থানীয় সময় বুধবার লিসবনের বাঙালি অধ্যুষিত বেন ফরমসোর রাঁধুনি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। 

সভায় পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা আবুল বাসার বাদশা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “মেয়াদ শেষ হওয়ার পরও বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা অগণতান্ত্রিকভাবে পদ ধরে বসে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, পর্তুগাল আওয়ামী লীগ তখন অদৃশ্যভাবে একজনের কলের কাঠিতে প্যাচিয়ে যাচ্ছে এবং গণতন্ত্রের বিপরীতদিকে হাঁটছে”।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটির প্রবীণ ব্যাক্তি লিয়াজ উদ্দিন, সোয়েব মিয়া, পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালেক, সাবেক সহ সভাপতি আবদুর রাজ্জাক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মজিবুর মোল্লা, আশরাফ, জিল্লু রহমান, মিজানুর রহমান, ইকবাল হোসেন, সৌরভ সুমন, নজরুল ইসলাম সুমন, পর্তুগাল ছাত্রলীগ সভাপতি রনি হোসাইন ও রাংগুনিয় পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিতান বরুয়া।

অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানান পর্তুগাল আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে রাকিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক মিথুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!