টাইগারদের শততম টেস্টে জয়ে মালয়েশিয়ায় আনন্দ

নিজেদের শততম টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ায় প্রবাসীরা।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 12:09 PM
Updated : 19 March 2017, 12:11 PM

রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ প্রবাসীরা টাইগারদের শততম টেস্ট ম্যাচের শেষ দিনের খেলা টিভি সেটের সামনে বসে দেখতে পেরেছেন।

গতকাল চতুর্থ দিনের খেলা শেষে প্রবাসীদেরও ধারণা ছিলো আজ পঞ্চম দিনে টাইগাররা ভালো খেলে জয়ী হবেই।

টাইগারদের দ্বিতীয় ইনিংসে তামিম-সাব্বিরের দৃঢ় ব্যাটিং দেখেই জয়ের আশা আরো দৃঢ় হতে শুরু করে প্রবাসী দর্শকদের। প্রবাসীরা টিভিতে, ট্যাবে,মোবাইলে খেলা দেখেছেন।

যারা কাজে ব্যস্ত ছিলেন,তারাও কাজের ফাকে ফাকে মোবাইলে খেলার আপডেট দেখেছেন। যে যেভাবে পারে টাইগারদের সাথে ছিলেন। মনে-প্রাণে সমর্থন যুগিয়েছেন টাইগারদের।অনেকে প্রার্থনাও করেছেন জয়ের জন্যে।

এদিকে কুয়ালালামপুরে পেট্রোনাস টু-ইন টাওয়ারের নিচে জড়ো হয়ে মালয়েশিয়ায় পড়ুয়া সৈয়দ মিনহাজুর রহমানের উদ্যোগে টাইগারদের শততম টেস্ট ম্যাচে বিজয় উদযাপন করেছেন একদল বাংলাদেশি।

এছাড়াও কুয়ালালামপুরের চায়নাটাউন,কোতারায়া, বুকিত বিনতাং, হাংতুয়া, চকিট, পুডু, টিটিওয়াংছা, কেপং, তামিংজায়াসহ মালয়েশিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে ছিড়িয়ে থাকা প্রবাসীরা বাংলাদেশি প্রবাসীরা আনন্দ উল্লাস করেন।

অসংখ্য প্রবাসী ফেইসবুক ওয়ালে টাইগারদের অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!