সিডনিতে ‘বাঙালির পার্বণ’ উৎসব

কিছুই যেন বাদ যায়নি সেখানে, একেবারে রঙিন কাগজের ফুলেল সজ্জা এবং পাখিগুলো মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশের হালখাতা।

মো. ইয়াকুব আলীমো. ইয়াকুব আলীসিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2022, 04:12 AM
Updated : 30 July 2022, 04:47 AM

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাঙালির পার্বণ’ শিরোনামে পিঠা উৎসব করেছেন প্রবাসীরা।

রোববার সিডনির মিন্টোতে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল বাঙালি সজ্জায় ঐতিহ্যবাহী বিভিন্ন পদের খাবারের উপস্থাপন।

এতে সবার নজর কাড়ে দৃষ্টিনন্দন সাজ। সেখানে স্থান করে নেয় বাংলাদেশের পতাকা ও কৃষ্টির উপকরণ। কিছুই যেন বাদ যায়নি সেখানে, একেবারে রঙিন কাগজের ফুলেল সজ্জা এবং পাখিগুলো মনে করিয়ে দিচ্ছিল বাংলাদেশের দোকানগুলোর হালখাতাকে।

এছাড়া ছিলো বিভিন্ন রকমের নামাবলী আঁকা চাদর। তিনটি ভিন্ন রঙের চাদরে ছিলো খনার বচন, আর তিনটিতে ছিলো বাংলাদেশের বিভিন্ন কবির লেখা কবিতা। আরও ছিলো পটের চিত্রায়িত কাপড়, ঐতিহ্যবাহী নকশী কাঁথা, কুলা, মাটির জগ থেকে শুরু করে কাপ, প্লেট ও গ্লাস।

প্রবাসী শিশু-কিশোররা সেদিন হাতে পেয়েছিল হারিয়ে যেতে বসা মাটির টমটম গাড়ি। এ গাড়ির সামনে সুতো দিয়ে বেঁধে টানলে চাকা ঘুরে আর সেটার চাপে কাঠি দুটো মাটির বাটির উপরের কাগজের উপর পড়ে ঠিক ঢাকের মতো করে বেজে ওঠে, যে যত জোরে দৌড়াতে পারে তারটা বেজে উঠে তত দ্রুত৷

বাংলা গানের আবহে উৎসবে শোভা পাচ্ছিল বাংলাদেশের টং দোকানের আদলে খাবারের ভ্যান। সেই ভ্যানে ছিল বাহারি রঙের ও স্বাদের চকোলেট। সেগুলো বিকিকিনির দায়িত্বে ছিলো শিশু-কিশোররাই।