সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর একটি স্মারকলিপি দেন তারা।
Published : 30 Jul 2024, 12:16 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে জাতিসংঘের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর একটি স্মারকলিপি দেন তারা।
বাংলাদেশে সহিংসতা বন্ধে সহযোগিতা চেয়ে এ স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের ৬২ জনের স্বাক্ষর রয়েছে।
মহাসচিবের পক্ষে তার কর্মকর্তা আদিত্য অধিকারী এই স্মারকলিপি গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা প্রদীপ করের কাছ থেকে।
আদিত্য অধিকারী জানান, বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘের গভীর পর্যবেক্ষণ রয়েছে। আমরা সবাই সবসময় বাংলাদেশের সঙ্গে নানা ইস্যুতে কাজ করছি। সে আলোকে এই স্মারকলিপির ব্যাপারেও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব সম্পাদক মাহবুবুর রহমান টুকু এবং বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটেরান্সের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।