অ্যারিজোনায় বাংলাদেশিদের বনভোজন

অ্যারিজোনা অঙ্গরাজ্যের চ্যান্ডলার শহরের টাম্বলউড পার্কে এ আয়োজন করেন তারা।

খাইরুল হাবিব পুলকঅ্যারিজোনা, যুক্তরাষ্ট্র থেকে
Published : 26 Nov 2022, 06:00 AM
Updated : 26 Nov 2022, 06:00 AM

বার্ষিক বনভোজন করেছে যুক্তরাষ্ট্রে অ্যারিজোনায় বাংলাদেশিদের সংগঠন ‘ইন্টেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (আইবিএ)।

১৯ নভেম্বর দিনব্যাপী অ্যারিজোনা অঙ্গরাজ্যের চ্যান্ডলার শহরে টাম্বলউড পার্কে এ আয়োজন করেন তারা।

অ্যারিজোনার ফিনিক্স শহরের উপকণ্ঠে চ্যান্ডলারে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ‘ইন্টেল’-এর দুটো কার্যালয় ও ফ্যাক্টরিতে প্রায় শতাধিক বাংলাদেশি কাজ করেন, যাদের অধিকাংশই প্রকৌশলী। তাদেরই উদ্যোগে তৈরি সংগঠন ‘ইন্টেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আইবিএ), অ্যারিজোনা চ্যাপ্টার’।

প্রায় দুইশ বাংলাদেশির অংশগ্রহণে বনভোজনে নানা আয়োজনের মধ্যে ছিল দেশীয় খাবার পরিবেশন, গেম শো, শিশুদের দৌড় প্রতিযোগিতা, কর্ন হোল, বড়দের দড়ি টানাটানি, মেয়েদের পিলো পাসিং ও পুরস্কার বিতরণ।

উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট আশফাক আনসারি, ভাইস প্রেসিডেন্ট নুর এ আলম সিদ্দিক, সেক্রেটারি আমিনুল এহসান আরমান, তাইবুর রহমান, মামুন রহমান, ডোরিন আহমেদ, শায়লা ইসলাম, আল রশিদ রবি, নাজনিন নুপুর, ইয়াসির আরাফাত ও আরিফুর চৌধুরী।