বাংলাদেশে ‘শিক্ষার্থী নিপীড়ন’ বন্ধের দাবি জানান তারা।
Published : 18 Jul 2024, 03:57 PM
কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ও ‘শিক্ষার্থী নিপীড়ন’ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের অঙ্গরাজ্য অ্যারিজোনায় বসবাসরত বাংলাদেশিরা।
বুধবার অ্যারিজোনার ফিনিক্স শহরের উপকণ্ঠে অন্যতম বাণিজ্যকেন্দ্র চ্যান্ডলারের ডাউনটাউনে এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন তারা।
এতে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ ও শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সহমর্মিতা জানান প্রবাসীরা। বাংলাদেশে নাগরিকদের যে কোনো দাবি-দাওয়া পেশ করার যৌক্তিক অধিকার সমুন্নত রাখা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা নিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন তারা।
অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন ছাড়াই এ আয়োজন করেন বাংলাদেশিরা। অধিকাংশই পেশাজীবী, তাছাড়া অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্র-ছাত্রীও যোগ দেন।
বাংলাদেশে নাগরিকের মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখা, হিংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ ও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে কোটা পদ্ধতির সংস্কার দাবি করেন তারা।