পূর্ণ বৃত্তি নিয়ে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তারা।
Published : 28 Aug 2023, 10:17 PM
পূর্ণ বৃত্তি নিয়ে বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন মিয়ানমারের ১০ নারী শিক্ষার্থী, তাদের সংবর্ধনা দিয়েছে দেশটিতে বাংলাদেশ মিশন।
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ তাদের এ শিক্ষাবৃত্তি দেয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোনমিক্স ও পাবলিক হেলথ বিষয়ে তারা ভর্তির সুযোগ পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সোমবার ইয়াঙ্গুনে এ ১০ শিক্ষার্থীর হাতে ফুল ও বাংলাদেশের ভিসা তুলে দেন রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে এখন উচ্চশিক্ষার মান ও পরিবেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। আশা করি শিক্ষার্থীরা তাদের আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়নে দূতের মতো ভূমিকা রাখবে।”
দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পৃক্ততা এবং শিক্ষার্থী-দূতাবাসের মধ্যে সম্পর্ক বাড়াতে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিয়ানমার স্টুডেন্টস’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন রাষ্ট্রদূত।
২০০৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এশিয়ার ১৭টি দেশের প্রায় তেরশ নারী শিক্ষার্থী পড়াশোনা করে।