সন্দেহের তীর তারই দোকানের কর্মচারী আরেক বাংলাদেশির দিকে।
Published : 16 Feb 2025, 11:20 PM
মালয়েশিয়ায় নিজের দোকানের ভেতর কুপিয়ে হত্যার শিকার হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। এ ঘটনায় ২ নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
নিহত মো. রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা।
কুয়ালালামপুরের অদূরে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান শাহ আলম জেলা পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, “ওইদিন সকালে একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বদেশি কর্মচারী। এ সময় দুজনের মারামারির বিষয়টি দূর থেকে অনেকে প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘সঠিক সময়ে বেতন না দেওয়ায় কর্মচারীর হাতে’ খুন হয়েছেন রবিউল শেখ।
ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, “মুদি দোকানের ভেতরে রবিউল শেখ ও তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করেন। একপর্যায়ে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠায়। তবে চিকিৎসকরা এসে রবিউল শেখকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
এই হত্যার ঘটনায় তদন্তের জন্য ২ নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।