অনুষ্ঠান থেকে ৯০ দিনের মধ্যে নিউ ইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠার অঙ্গিকার করেন নেতারা।
Published : 30 Aug 2022, 01:36 PM
উত্তর আমেরিকায় প্রবাসী সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’ তাদের নতুন কমিটির কর্মকর্তাদের নিয়ে অভিষেক অনুষ্ঠান করেছে।
সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ অনুষ্ঠান থেকে ৯০ দিনের মধ্যে নিউ ইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠার অঙ্গিকার করেন নেতারা।
এতে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুনিরুল ইসলাম।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম নির্বাচিত সভাপতি বদরুল খানকে শপথ বাক্য পাঠ করান। এরপর অবশিষ্ট কর্মকর্তাদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি বদরুল খান।
অভিষিক্তরা হলেন: সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সভাপতি-লোকমান হোসেন লোকো, মোহাম্মদ শাহীন কামালী, শফিউদ্দিন তালুকদার এবং বশির খান। সহ-সাধারণ সম্পাদক-রোকন হাকিম, কোষাধ্যক্ষ-মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক ইফজাল চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমেদ, ক্রীড়া সম্পাদক মোন্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, নারী বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, এবং নির্বাহী সদস্যরা হলেন হেলিম উদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদায়ী সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এম শাহীন, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য নাসিরউদ্দিন, নির্বাচন কমিশনের সদস্য মিনহাজ আহমেদ সাম্মু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, জালালাবাদের বিদায়ী সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা।