আবুধাবিতে ‘কলম একাডেমির’ প্রতিষ্ঠাবার্ষিকী

প্রবাসীদের সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’

জাহাঙ্গীর কবীর বাপপিসংযুক্ত আরব আমিরাত থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 09:45 AM
Updated : 26 Sept 2022, 09:45 AM

প্রবাসীদের সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’ এর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির সংযুক্ত আরব আমিরাত শাখা।

 স্থানীয় সময় শুক্রবার রাতে আবুধাবির একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে নানা আয়োজন করেন তারা।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ সারোয়ার।

প্রধান অতিথি ছিলেন ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন শওকত আকবর, জনতা ব্যাংক আবুধাবি শাখার প্রধান নির্বাহী কামরুজ্জামান, আবুধাবি শাখার ব্যবস্থাপক খোন্দকার মোখলেছুর রহমান, ফার্স্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা জাফর উদ্দিন ভূইয়া, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপপি ও বাংলাদেশ দূতাবাসের সাবেক জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন।

বক্তব্য দেন গোলাম কাদের ইফতি, সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ ও মধ্যপ্রাচ্য সমন্বয়কারী মোফাচ্ছেল হক শাহেদ। টেলিকনফারেন্সে যোগ দেন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম হাবিবি।